মা‘হাদুস সুন্নাহ বাংলাদেশ। একটি শিক্ষাপরিবার। যা ২০১৭ ঈসাব্দ সালে মুফতি মুহাম্মাদউল্লাহ ফাহমি প্রতিষ্ঠা করেন। এটি বাংলাদেশের মাদারীপুর জেলাধীন রাজৈর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত। এর অধীনে রয়েছে একাধিক বিদ্যাপীঠ। যা, শিক্ষা সম্প্রসারণে কাজ করে যাচ্ছে। দ্বীনি শিক্ষার পাশাপাশি জেনারেল ও কারিগরি শিক্ষা নিয়ে কাজ করছে মা‘হাদুস সুন্নাহ। নারীদের দ্বীনি শিক্ষা সম্প্রসারণে প্রতিষ্ঠা করেছে নারীদের কওমি মাদরাসা— মা‘হাদুল বানাত আল-ইসলামী। যা কওমি মাদরাসার হায়ার অথরিটি ‘হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া’ ও ‘বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ’ (বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড)’র অধিভুক্ত, এখানে ইবতিদাইয়্যাহ থেকে নিয়ে কওমি মাদরাসার সর্বোচ্চ ক্লাস তাকমিল পর্যন্ত পাঠদান করা হয়। মাদরাসাটি প্রতিবছর বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করে সারাদেশে সম্মিলিত মেধা তালিকায় স্থান অধিকারসহ সন্তোষজনক ফলাফল করে আসছে। মা‘হাদুস সুন্নাহ বাংলাদেশ শিশুদের আগামীদিনের চ্যালেঞ্জ মোকাবেলায় যোগ্য করে গড়ে তোলার লক্ষে গোড়াপত্তন করেছে শিশু-বিদ্যায়তন— তিব্ইয়ান ইসলামিক একাডেমি। যা পুরো মাদারীপুর জেলার মধ্যে অন্যতম শিশু-বিদ্যাপীঠ হিসেবে সুনামের সাথে পাঠদান করে চলছে। এছাড়াও ছেলেদের কওমি মাদরাসা হিসেবে মা‘হাদুস সুন্নাহ বাংলাদেশ নাযেরা বিভাগ, হিফযুল কুরআন বিভাগ ও কিতাব বিভাগে সুনামের সাথে পাঠদান করছে আলহামদুলিল্লাহ।
কল্যাণ রাষ্ট্র ও ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে অদূর ভবিষ্যতে ইসলামী ভাবধারার একটি পূর্ণাঙ্গ স্কুল ও কলেজ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে — মা‘হাদুস সুন্নাহ বাংলাদেশ।
Contact Us